ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ(এনএইচডি) প্রকল্পের উদ্যোগে কম্পিউটার এসিষ্টেট পারসোনাল ইন্টারভিইং(ক্যাপী) পদ্ধতিতে আর্থ সামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোবধন।
গত ১২ জানুয়ারী/২০১৬ ভুরুঙ্গামারী উপজেলা হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ’ন্যাশনাল হাইজহোল্ড ডাটাবেইজ(এনএইচডি) প্রকল্পের উদ্যোগে বিশ্ব ব্যাংকের সহায়তায় কম্পিউটার এ্যাসিষ্টেট পারসোনানাল ইন্টারভিইং(ক্যাপী) পদ্ধতিতে উপজেলার তিলাই ও চরভুরুঙ্গামারী ইউনিয়নের প্রতিটি খানা হতে খানা আর্থসামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে প্রকল্পটি উদ্বোধন করেন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব জাহিদুল হক সরদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন । উপজেলা (ভারপ্রাপ্ত )নির্বাহী অফিসার মামুন ভুঁইয়ার সভাপতিত্বে প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক ইমরান হোসেন প্রধান,সদর ইউপি চেয়ারম্যান এ,কে,এম মাহমুদুর রহমান রোজেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবুল বাসার মুহম্মদ ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় প্রধানসহ ইউপি চেয়ারম্যান,সদস্য ও বিশ্ব ব্যাংক কর্তৃক নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।