স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে ডেলটা মেডিকেল কলেজ ঢাকার উদ্যোগে বিপিন-কমল ফাউন্ডেশনের সহযোগিতায় দক্ষিন চর-ভুরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামপুর গ্রামের ১শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন করে অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুলে ঔষধ প্রদান করা হয়। প্রতি পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ২ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, আধাকেজি গুড়, ১ কেজি লবন, ২ প্যাকেট বিস্কুট, ৫টি খাবার স্যালাইন, মোমবাতি ও দিয়াশলাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ডাঃ হিরন্ময় হালদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার, ডেলটা মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি অমিত মঙ্গলম, সিনিয়র সহসভাপতি পিযুস দাস, ডেলটা মেডিকেল কলেজ ছাত্র আহমেদ মোস্তফা অন্তর, মনিষ, সাব্বির, শাকিল, সুমিত, বিন্তু বিশ্বাস, ফয়সাল, জাাহিদ হোসেন প্রমুখ।