ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে গত বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক উপজেলার ১০ জন হতদরিদ্র অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে স্বল্প সুদে ঋণের চেক প্রদান করা হয়েছে। মোট ২লক্ষ ৯৮ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রী কমান্ডের সহকারী সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু।