বিশেষ প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়েছে।
বুধবার বিকালে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধায় তা পন্ড হয়। পরে ওই স্থানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মোস্তফা, সিঃ সহ সভাপতি কাজি নিজাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আঃ জলিল, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ সরকার, যুবদল সভাপতি রফিকুল ইসলাম, মাহফুজার রহমান মামুন ব্যাপারী, ছাত্রদল সভাপতি আব্দুল্লা আল মামুন, স্বেচ্ছা সেবক দল সভাপতি আবু হাসান সোহেল প্রমুখ ।