স্টাফরিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে মাদক পাচারকারী সন্দেহে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন নাগেশ্বরী পৌরসভার বেরুবাড়ি গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র আব্দুস সামাদ(৩৫),মনিরচর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র শাহজাহান আলী(২৯), ভুরুঙ্গামারী থানার মধ্য শিংঝাড় গ্রামের আবু সাঈদের পুত্র রফিকুল ইসলাম অপু(৩৩), গোয়ালন্দ থানার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের হায়দার জোমাদ্দারের পুত্র শাহ আলম (২৬)ও মুজিব শেখেরপাড়া গ্রামের মৃত হাজী মজিদের পুত্র আবু সাঈদ সর্দার(৩২),রাজবাড়ী সদর থানার মৃত মোতালেব শেখের পুত্র রাজু শেখ(২৫) কে একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১৯-৫৩৯৭)সহ
মঙ্গলবার রাতে উপজেলার কোর্ট মসজিদ এলাকা থেকে আটক করে। জানাগেছে দৌলতদিয়া এলাকার আটককৃতরা দীর্ঘদিন থেকে রফিকুল ইসলাম অপুর বাড়ি থেকে বিভিন্ন মাদক দ্রব্য পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই একরামুল হক সরকারের নেতৃত্ব পুলিশ তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বুধবার ফৌজদারি দন্ড বিধি ১৫১ ধারায় মামলার পর জেলহাজতে প্রেরণ করেছে বলে ওসি ইমতিয়াজ কবির জানান।