সিঃ স্টাফ রিপোর্টার-শাহা আলমঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ধান ক্ষেতের ভিতরে এক ভারতীয় নাগরিকের লাশ পাওয়া গেছে। ধারণাকরা হচ্ছে কে বা করা তাকে হত্যা করে লাশ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে গেছে। শুক্রবার (আজ) ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের (পিলার নং ৯৫৪ , ৩ এস) মানিককাজি বিলে সকালে একদল কৃষক ধান কাটতে গেলে লাশ দেখেতে পেয়ে স্থানীয় বাগভান্ডার ক্যাম্পের বিজিবি সদস্যকে খবর দেয়। পরে খবর পেয়ে উৎসুক জনতা তাকে ভারতীয় নাগরিক বলে সনাক্ত করে। সাইফুর ওরফে রফিজ (৫০) পিতা আব্দুল আজিজ মৌলভী ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট এবং শরীরে জখমের চিহ্ন রয়েছে। সে চোরকারবারের সাথে জড়িত বলে জানাগেছে। পুলিশের এস আই জালাল উদ্দিন জানান, লাশটি ভারতীয় নাগরিকের। ময়না তদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *