10419591_738365476245015_1813800528283912397_n
ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে রাস্তার নামকরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেছে বীরমুক্তিযোদ্ধারা।
জানাগেছে,কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে মুক্তিযুদ্ধে তৎকালীন কুড়িগ্রাম জেলার গভর্ণর,সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুল হক চৌধুরীর স্মরণে ভুরুঙ্গামারী ডাকঘর হয়ে ফাজিল মাদ্রাসা,মহিলা কলেজ হয়ে বাস স্ট্যান্ড সংযোগ সড়কের নাম শামসুল হক চৌধুরী সড়ক,জয়মনিরহাটে চিরশায়িত শহীদ লেঃ আবু মঈন মোঃ আশফাকুস সামাদ বীর উত্তম স্মরনে ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড থেকে কুড়িগ্রাম পর্যন্ত শহীদ সামাদ সড়ক এবং জয়মনিরহাট থেকে শিংঝাড় বিজিবি ক্যাম্প পর্যন্ত শহীদ অধ্যাপক আব্দুল ওহাব সড়কের নামকরণ করার দাবীতে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ সরকার জানান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভুরুঙ্গামারী উপজেলার মুক্তিযুদ্ধাদের াবদান অপরিসীম। তারা জীবনকে বাজি রেখে দেশের স্বাধীনতা রক্ষা করেছে বলেই সর্ব প্রথম ভুরুঙ্গামারী উপজেলা ১৪ ই নভেম্বর হানাদার মুক্ত ঘোষনা করা হয়। সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রাস্তার নাম করণ করা হলেও ভুরুঙ্গামারীতে কোন খেতাব প্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হয় নাই। সময়ের দাবীতে এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রাস্তা তিনটির নামকরণ করা হলে তাদের অবদান কিছুটা হলেও আমরা শোধ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন