ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে নিখোঁজের ৫ দিন পর দুধকুমার নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত জসীম উদ্দিনের পুত্র জামাল উদ্দিন কসাই (৭০) গত ২৭ অক্টোবর রাত ১০ টার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজ জামালের পুত্র পরিজনরা তার খোঁজ অব্যাহত রাখে। এদিকে শনিবার(৩১ অক্টোবর) সকালে উপজেলার পাইকডাঙ্গার দুধকুমর নদীতে এক বৃদ্ধের লাশ ভাসতে দেখে লোকজন এগিয়ে আসার পর লাশটি জামাল কসাইয়ের বলে চিনতে পারে। পরে লোকজন মৃতের আত্মীয় স্বজনদের সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে যায়। পরে মৃতের পুত্র রফিকুল ইসলাম ভুরুঙ্গামারী থানায় তার পিতার মৃত্যুর কারনে দাবী নেই মর্মে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির আবেদন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে দাফনের অনুমতি প্রদান করেছে।