ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভূরুঙ্গামারীতে ১ জুন শুক্রবার মাদক দ্রব্য নির্মুল কল্পে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার শপথ নিয়ে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী দীঘলটারী ছিট মহল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এক ব্যতিক্রম ধর্মী মাদক নির্মূল বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে দীঘলটারী ছিটমহল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিশিষ্ট সমাজ সেবক.দৈনিক প্রথম খবরের সাবেক ভূুরুঙ্গামারী প্রতিনিধি,বাশজানীর কৃতি সন্তান ও জাতীয় পার্টির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান রোকন। দলমত নির্বিশেষে বাশজানী এলাকাকে মাদকমুক্ত এলাকা ঘোষনা করে প্রতিটি পরিবারের সকলকে মাদক বিক্রয়,বহন ও পাচার রোধ কল্পে সকলকে কাজ করার আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কয়ছার আলী,বাঁশজানীর কৃতি সন্তান ডাঃ মেফতাউল ইসলাম মিলন ও জহুরুল ইসলাম মুকুল,তোফায়েল হোসেন লিটন ও রানা মাষ্টার । অনুষ্ঠানে ৫শতাধিক লোকজন অংশ নেয়। সকলে সবার আগে নিজের বাড়ী মাদক মুক্ত করে ঘরে ঘরে মাদক মুক্ত পরিবার গড়ে তোলার শপথ গ্রহন করা হয়। উল্লেখ্য এলাকায় যারা মাদক সেবন,পরিবহন ও পাচারে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।