ষ্টাফ রিপোর্টার
ভুরুঙ্গামারীতে অজ্ঞান পার্টি কর্তৃক বাড়ির সবাইকে অজ্ঞান করে মোবাইল ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে উধাও।
জানাগেছে উপজেলার সোনাহাট ইউপির বানুরকুটি গ্রামের হাসর উদ্দিনের পুত্র নজরুল ইসলামের সঙ্গে প্রায় ২ মাস পুর্বে মোবাইল ফোনে গাইবান্ধার অজ্ঞান পার্টির মনজুর আলী(৪২) এর সঙ্গে পরিচয় হয়। দীর্ঘদিন মোবাইলে কথা বলার পর গত ২৪ ডিসেম্বর মনজুর আলী ও তার সঙ্গে অজ্ঞাত যুবক(৩০) উক্ত নজরুলের বাড়িতে বেড়াতে আসে। পরের দিন অজ্ঞাত যুবকটি চলে যায় এবং রাতে নজরুল ও তার পরিবারের শত্রুদের দমন করার প্রতিষেধক হিসাবে দুধ চিনি মিশ্রিত শরবত খাওয়ালে বাড়ির প্রধান হাসর উদ্দিন (৭০),তার স্ত্রী মহিজন নেছা(৬০),তার পুত্র নজরুল ইসলাম(৪০),নজরুলের স্ত্রী মর্জিনা বেগম(৩৫),নজরুলের পুত্র মোতালেব হোসেন নোমান(৫) ও কন্যা নুরজাহান পারভীন(১৪) এবং হাসর উদ্দিনের আরেক পুত্র ফজলুল হক (৪৫) ও ফজলুল হকের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞান হয়ে পড়লে প্রতারক মনজুর আলী, নজরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন এবং দোকানের গচ্ছিত ১ লক্ষ টাকা নিয়ে উধাও হয়। পরেরদিন প্রতিবেশীরা বিষয়টি জানার পর তাদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। দায়িত্বরত চিকিৎসক ডাঃ এ,এস,এম আবু সায়েম জানান,প্রতারক চক্র অধিক ক্ষতমা সম্পন্ন ঘুমের ঔষধ প্রয়োগ করায় রোগীদের শরীর দুর্বল হয়েছে তবে তারা সুস্থ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *