ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারী থেকে বগুড়া মোকামতলায় ৩শত মন পাট নিয়ে ট্রাক নিখোঁজ। নিখোজের ৬ দিন পেরিয়ে গেলেও পাটসহ ট্রাক উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।।
জানাগেছে,কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বিশিষ্ট পাট ব্যবসায়ী জহির উদ্দিন ব্যাপারী স্থানীয় মমিন ড্রাইভারের পরিচালনায় একতা সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সীর মাধ্যমে ট্রাক(ঢাকা মেট্রো-১৬-২৪৮১) ভাড়া নিয়ে বগুড়ার মোকামতলার পাইকার জুট মিলে ৩০০ মন পাট পাঠায়। এদিকে ট্রাকটি পাট নিয়ে গন্তব্য স্থলে না পৌছিয়েই নিখোজ হয়। পরে উক্ত জহির উদ্দিন ব্যাপারী পরের দিন ট্রাকের খোজ না পেয়ে ভুরুঙ্গামারী থানায় জিডি করে যার নং ৪৯০। থানায় জিডির ৫ দিন পেরিয়ে গেলেও পাট বোঝাই ট্রাকটি উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। ভুরুঙ্গামারীর ধানপাট ব্যবসায়ীদের নেতা সেকেন্দার আলী ব্যাপারী জানান,এভাবে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল পাঠিয়েও যদি তা রাস্তায় গায়েব হয়ে যায় তবে ব্যবসা হবে কেমনে? অনতি বিলম্বে নিখোজ পাট বোঝাই ট্রাক উদ্ধার সহ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন পাট ব্যবসায়ী বৃন্দ।