ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে সাব-রেজিষ্টার অফিসের অফিস সহকারী কর্তৃক দলিলে অতিরিক্ত টাকা নিয়ে নাম খারিজ,দাখিলা ও খতিয়ান ছাড়াই জমি রেজিষ্টারী করতে সাব-রেজিষ্টারকে চাপ প্রয়োগ করায় ভুরুঙ্গামারীতে জমি রেজিষ্টারী বন্ধ হওয়ায় জনসাধারনের দুর্ভোগ চরমে।
জানাগেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সাব-রেজিষ্টার অফিসে গত ২৪ সেপ্টেম্বর/২০১৭ ইং মোঃ নাবিব আফতাব সাব-রেজিষ্টার হিসাবে যোগদান করে প্রশিক্ষন শেষে গত ২৫ অক্টোবর/২০১৭ ইং দায়িত্ব গ্রহনের পর নাম খারিজ,খতিয়ান ও দাখিলা ছাড়া জমি রেজিষ্টারী বন্ধ করে দিলে অফিস সহকারী দিলীপ কুমার দলিল লেখকদের সঙ্গে গোপনে আতাত করে অতিরিক্ত টাকা নিয়ে সাব-রেজিষ্টারকে চাপ প্রয়োগ করে জমি রেজিষ্টারীর কাজ চালানোর পায়তারা করছে। এদিকে জমি রেজিষ্টারী বন্ধ থাকায় বিপাকে পড়েছে উপজেলার ১০ টি ইউনিয়নের জনসাধারন। জরুরী আর্থিক সমস্যার সমাধান,চিকিৎসার কারনে অনেকে জমি বিক্রি করতে না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। জমি রেজিষ্টারী বন্ধ থাকায় অফিসে কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে দায়িত্বে অবহেলা । এ বিষয়ে উক্ত অফিস সহকারী দিলীপ কুমারের নিকট জমি রেজিষ্টারী বন্ধ কেন জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। সাব-রেজিষ্টার নাবিব আফতাব জানান, জমি রেজিষ্টারী বন্ধ কথাটি সঠিক নয়, সরকারী আইন মোতাবেক জমির নাম খারিজ,খতিয়ান ও দাখিলা যাচাই বাছাই করে জমি রেজিষ্টারী করা হচ্ছে। তিনি আরও জানান,জমির কাগজ পত্র সঠিক করে রেজিষ্টারী করতে কোন বাঁধা নেই তবে দলিল প্রতি অতিরিক্ত টাকা দিয়ে খারিজ,দাখিলা ও খতিয়ান ছাড়া জমি রেজিষ্টারী করার কোন সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন