এ,এস, খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে বিস্কুটের ফ্যাক্টরী পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের বাজার রোড জনতা ব্যাংকের পূর্বপার্শ্বে তৃষা বেকারীতে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ২ টায় উপজেলার দেওয়ানেরখামার গ্রামের খলিলুর রহমান এর বিস্কুটের ফ্যাক্টরী তৃষা বেকারীতে আগুন লাগে। মহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই ফ্যাক্টরীর আসবাবপত্র সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই তার ফ্যাক্টরী পুড়ে ভস্মিভূত হয়। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ওই দিনই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।