ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে একটি বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
গত ২৮ ডিসেম্বর (সোমবার) রাতে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিন ভরতের ছড়া গ্রামের অগ্নি কান্ডের এই দূর্ঘটনাটি ঘটে।
জানাগেছে, বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিন ভরতের ছড়া গ্রামের মৃত হাছেন আলীর বড় ছেলে মোঃআব্দুল জলিল এর বসত ঘরে সোমবার রাত নয়টার দিকে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে তার পরিবারের সকলের আত্ম চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মূহর্তেই আগুন বাড়ীর চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে আসে। কিন্ত তার আগেই আব্দুল জলিল ও তার দুই পুত্রে বসতঘর সহ পুরো বাড়ীটি আগুনের লেলিহান শিখায় ভষ্মিভূত হয়ে যায়। এ সময় তাদের একশত হাত একটি এল করা টিনের ঘর, একটি মটর সাইকেল, একটি শেলো মেশিন, গোলায় থাকা ধান ও বিভিন্ন আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি হয় বলে জানাগেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।