ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারী থানা পুলিশ সোমবার(৯ অক্টোবর) রাত্রি আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের অভিযান চালিয়ে ৩১ পিছ ইয়াবা ও ১২ পুরিয়া হেরোইন(০.৪৫ গ্রাম), হেরোইন মাপার পরিমাপ যন্ত্র ও নগদ ২৩৫০ টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেন(৩৫)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কবির ঐ গ্রামের মৃত আমিনুর ইসলামের পুত্র।এলাকাবাসী জানায় গ্রেপ্তারকৃত কবির হোসেন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক বিরোধূ অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।