ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে গ্রামীণ ফোনের টাওয়ার থেকে ব্যাটারী চুরির সময় ১জনকে আটক করেছে জনতা। জানাগেছে শুক্রবার দুপুরে গ্রামীণ ফোনের তত্বাবধানের দায়িত্বে থাকা বি-টেক কোম্পানীর টেকনিশিয়ান আনোয়ার হোসেন তুহিন (৩৮) রংপুর বিভাগে দায়িত্বরত জোনাল ম্যানেজার আরাফাত রহমানের নিকট অন্য টাওয়ারে কাজ করার কথা বলে চাবি নিয়ে ভূরুঙ্গামারী সদরের টাওয়ার থেকে ৭২টি ব্যাটারী পিকআপ ভ্যানে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে তুহিনকে আটক করে। পরে ঐ টাওয়ারের দায়িত্বে থাকা মেটাললিংক কোম্পানীর টেকনিশিয়ান মোহাইমিনুর রহমান রেজাকে জানালে আটক তুহিনকে থানায় হস্তান্তর করে। মোহাইমিনুর রহমান রেজা আরও জানান,ইতিপুবেও এই চক্র একইভাবে অনেক টাওয়ারের ব্যাটারী চুরি করে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *