ভূরুঙ্গামারী(কুুড়িগ্রাম) প্রতিনিধি :
ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে রাস্তায় রবিবার সন্ধ্যা টার সময়
গ্রাম পুলিশ ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে। জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাব মোড়ে ছোটখাটামারী ব্রীজের রাস্তায় অবস্থান নেয়। এ সময় মাথায় বস্তা নিয়ে এক ব্যক্তিকে আসতে দেখে তার গতি রোধ করে গ্রাম পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।এ সময় বস্তা ফেলে পালিয়ে যায় মাদক বহনকারী। পরে পুলিশের কর্ম বিরতি চলার কারনে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারকে অবহিত করে তার নির্দেশনায় উদ্ধারকৃত গাজা ভর্তি বস্তাটি ভুরুঙ্গামারী থানায় আনা হয়। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করে থানায় জমা দেয়া হয়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত গাজার বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাজা পাওয়া গেছে এবং এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, তরুনরা তাদের তারুন্যের শক্তিকে কাজে লাগাচ্ছে। এখন মাদকের অশুভ শক্তি বাংলাদেশে স্থান পাবে না। আমরা তাদের পাশে আছি। মাদক অভিযানে পুলিশকে সহযোগিতা করায় উপস্থিত ছাত্রদের মিষ্টি মুখ করান তিনি।