ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৫ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গুচ্ছ গ্রামে। জানা গেছে, নলেয়া মাঝিপাড়া ব্রাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী (১২) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী মামার বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিবেশী বেলাল উদ্দিন (৪৮) গামছা দিয়ে মেয়েটির মুখ বেধে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে তার আত্মীয় স্বজন বাড়িতে আসতে বিলম্ব হওয়ায় অনেক খোজাখুজির পর পাট ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে রাতে ধর্ষিতার মা হাজরা খাতুন ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলে গভির রাতে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়। এব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতাকে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসার পর ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।