ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে অটো রিকসা চোর চক্রের তিন সদস্যকে আটক ও চোরাইকৃত দু’টি অটো রিকসা উদ্ধার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের হৃদয় বাবু (১৯), পাইকেরছড়ার আশরাফ আলী (১৯) ও পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলার ফকিরের হাটের রমজান আলী বাবু (২০)।
জানাগেছে, শনিবার কচাকাটার টেপারকুটি গ্রামের জনৈক আউয়ালের অটো রিকসাটি ভূরুঙ্গামারী বাজার থেকে হারিয়ে যায়। রোববার বিকেলে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডের পাশে হারিয়ে যাওয়া অটো রিকসার সামনের গ্লাস খুলে বিক্রি করতে আনলে পুলিশ হৃদয় বাবুকে আটক করে এবং পরে তার স্বীকারোক্তি মোতাবেক রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে চক্রের অন্য দুজন সদস্য সহ চোরাইকৃত দুটি অটোরিকসা উদ্ধার করে।
উল্লেখ্য, চক্রটি দীর্ঘদিন থেকে অটো রিকসা চুরি করে বডি ও পার্টস খুলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় বিক্রি করত।
ভূরুঙ্গামারী থানা ওসি আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।