ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী। এসময় উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা বেগম মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিতরনকৃত কৃষি উপকরনের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা,ডাল , পিয়াজ, সূর্যমুখি ও শীতকালিন সব্জি বীজ।