ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীতে দিনব্যাপি বাংলাদেশ স্কাউটের ৩২৯তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী। কোর্স লিডার ও প্রশিক্ষক হিসাবে অংশ নেন যথাক্রমে কুড়িগ্রাম জেলা স্কাউটের সম্পাদক শাহাবুদ্দিন এলটি, দিনাজপুর অঞ্চলের সহসভাপতি একেএম সামিউল হক নান্টু এলটি, এ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার সিএএলটি প্রমুখ। অনুষ্ঠটি পরিচালনা করেন উপজেলা স্কাউটের সম্পাদক কাঞ্চন কুমার দেব। ওরিয়েন্টেশনে বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও অফিসার বৃন্দ অংশ নেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক