স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় ভূরুঙ্গামারী সরকারী ডিগ্রী কলেজের ৪টি ভেনুতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। এতে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন সহ উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য,গণমাধ্যম কর্মী এবং ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ৩৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
প্রশিক্ষণে বন্যা প্রবণ এ এলাকায় বন্যার ঝুঁকি কমাতে নানা দিক নিয়ে আলোচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আলী রেজা মজিদ,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) জনাব মোঃ হারুন-অর-রশীদ মোল্লা, দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব সুলতানা সাঈদা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব, উপ-পরিচালক (পরিকল্পনা) জনাব নুরুন্নাহার চৌধুরী ও উপ-সচিব (প্রশিক্ষণ গবেষণা) জনাব রহিমা আক্তার। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচ এম মাগফুরুল হাসান আব্বাসী। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান।