ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দূর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে শনিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমানের সঞ্চালনা ও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী ও যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার প্রমুখ।