ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
২০২১ সালের মধ্যে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিকাহ রেজিষ্টারদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস,এইচ,এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন,সিএ ওমর ফারুক,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টু ও আর,ডি,আর,এস এর বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল আলম। সভায় বিবাহ নিবন্ধনের বর্তমান অবস্থা ও সমসাময়িক সমস্যাবলী নিয়ে ব্যাপক আলোচনা হয়। নিকাহ রেজিষ্টারগন জানান,আমরা বর্তমানে বাল্যবিবাহ নিবন্ধন করিনা। সরকারের আইন মেনে বাল্য বিবাহ প্রতিরোধে বদ্ধপরিকর। উপজেলা নির্বাহী অফিসার বলেন সরকারী উদ্যোগের পাশাপাশি সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় আর,ডি,আর,এস বাংলাদেশ এর বাস্তবায়নে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের মাধ্যমে জোরালো ভাবে কাজ করায় জনসচেতনা বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ অধিকাংশ কমে গেছে। আমরা উপজেলা প্রশাসন থেকেও নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করছি এবং নতুন নতুন কিছু প্রকল্প হাতে নিচ্ছি। আমাদের জনপ্রতিনিধিরা সচেতন হয়েছে। আমরা ইমাম, কাজী, ঘটক, গ্রাম পুলিশ সহ সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষকে প্রশিক্ষণের আওতায় এনেছি। আমরা উপজেলার সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীকে বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করতে সম্পৃক্ত করেছি। বিশ^াস করি শুধু বাল্যবিবাহ বন্ধে আইন প্রয়োগ নয় প্যারালালি চরম দারিদ্রপীড়িত পরিবার গুলোর জন্য কিছু করা যাতে তাদের পরিবারের মেয়ে শিশুদের বিবাহের পরিবর্তে লেখাপড়া চালিয়ে যাওয়া অব্যাহত রাখে। আমরা চ্যাম্পিয়ন বাবাদের মাধ্যমে কাজ করছি, বাল্যবিবাহের ঝুঁকিতে আছে এমন শিশু ও পরিবারের ডাটাবেজ তৈরী করেছি। আমরা একটি সুন্দর আগামী নতুন প্রজন্মকে উপহার দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন