ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘আইন মেনে সড়কে চলি নিরপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস/২২ পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও অধ্যক্ষ রাসেদুজ্জামান বাবু প্রমুখ।