ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
বৃহস্পতিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুর পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
উল্লেখ্য গত রোববার দুপুরে বাড়ি সংলগ্ন ছড়ায় গোসল করতে গিয়ে শেফালী আক্তার (৫), জেসমিন খাতুন (৪), ও সাদিয়া জাহান (৫) পানিতে ডুবে মারা যায়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারগুলোকে সান্ত্বনা প্রদান করেন এবং অভিভাবকদের প্রত্যেককে ১৫ হাজার করে টাকা প্রদান করেন।
এ সময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।