ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে দূর্গা পূজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে সরকারীভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে সকল পুজা মন্ডপে ৫শ কেজি করে চালের অনুদান বিতরণ করা হয়েছে। চালের অনুদান বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ও প্রকল্প বাস্তবায়ন অফিসার খন্দকার মোঃ ফিজানুর রহমান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার সরকার ও সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা জানান,এখানে সকলের সহযোগীতায় দূর্গোৎসব পালিত হয়ে থাকে। এবারে সদর ইউনিয়ন সহ বলদিয়া ও তিলাই ইউনিয়নের ২০টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশে দূর্গাপূজা পালনের লক্ষে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করা হয়েছে। অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান,প্রতিটি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।