ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে প্রবীণ সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল জলিল সরকার মৃত বরণ করেছেন(ইন্নালিল্লা–রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মৃতকালে তিনি ২ স্ত্রী ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শ্বাসকষ্ট জনিত রোগে শনিবার সকালে রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে ঐদিন দিবাগত রাত ৩.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেন। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। তার মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে।