ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘মায়ের মত করি যতন, শিশু হবে দেশের রতন’ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হারুন অর রশিদ সরকারের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দু’শতাধিক মা সহ তিনশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রধান শিক্ষক এরশাদ হোসেনসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *