ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ১৫.১.১৯
ভূরুঙ্গামারীতে প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান। এসময় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এলাকার প্রায় দু’শো দরিদ্র শীতার্তদের মধ্যে এসকল কম্বল বিতরণ করা হয়।