রবিউল আলম লিটন,স্টাফ রিপোর্টারঃ
‘ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা ’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে ফলদ বৃক্ষ মেলা/ ১৮। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী এই ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডঃ মোস্তাফিজুর রহমান উপ পরিচালক খামারবাড়ি কুড়িগ্রাম,উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুডি কমান্ডার এটিএম শাহজাহান মানিক এবং ভূরুঙ্গামারী উপজেলা নার্সারী সমিতির সভাপতি আব্দুল খালেক সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ । কৃষি সম্প্রসারন অধিদপ্তর , ভূরুঙ্গামারীর আয়োজনে মেলার প্রথম দিনে অতিথিরা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দেন ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক।