ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারটার দিকে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহা সড়কের ব্রাক অফিসের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই রিক্সা চালকের নাম সাইফুর রহমান(৪৮)। সে পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের চারমাথা এলাকার মৃত পনির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল এগারটার দিকে সাইফুর রহমান অটো রিক্সায় যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী থেকে জয়মনিরহাট আসার পথে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহা সড়কের ব্রাক অফিসের সামনে পৌছলে সামন দিক থেকে আসা নদী পরিবহনের একটি নাইট কোচ ধাক্কা দেয়। এতে রিক্সা চালক সাইফুর ছিটকে বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। অটো রিক্সায় থাকা অপর দুই যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশের মেডিকেল সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।