স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীতে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। গতকাল সোমবার বেসরকারী সংস্থা ব্র্যাকের আয়োজনে জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়নে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি (জিজেডি) প্রকল্পের জেলা ব্যবস্থাপক জাহিদুর রহমান জাহিদ,কুড়িগ্রাম জেলা সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট গোলাম মোস্তফা। উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে নারী নির্যান ও বাল্য বিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন,ব্র্যাক ভূরুঙ্গামারীর এলাকা ব্যবস্থাপক দুলাল চন্দ্র সরকার,ফুলবাড়ি উপজেলা ব্যবস্থাপক শিরিন আক্তার ও উপজেলা ব্যবস্থাপক মৃনাল কান্তি রায়।