ভুরুঙ্গামারী প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় রোববার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজার ও ভূরুঙ্গামারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।
আইসক্রিমের মোড়কে কারখানার নাম, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি না থাকায় ধামেরহাটে অবস্থিত শান্ত আইসক্রিম কারখানাকে ৫,০০০ টাকা,তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাগলা হাট রোডের একতা ফল ভান্ডারকে ২,০০০ টাকা এবং অত্যধিক মুনাফায় তৈরি পোশাক বিক্রয়ের অপরাধে ভূরুঙ্গামারী বাজারে অবস্থিত ইজি কালেকশনকে ১০,০০০ টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ১৭,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়নে অভিযানে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।