mail.google
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আনন্দমুখর পরিবেশে ভোরের পাতা‘র যুগপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে ভোরের পাতার উপজেলা প্রতিনিধি এ,এস খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ মোঃ আঃ জলিল সরকার, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি যুবরাজ খান, প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেন সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ডাঃ আবু ছালেহ আহমেদ, আসাদুজ্জামন খোকন, রইচ উদ্দিন বাদশা, আফজালুল হক রিপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আজাহারুল ইসলাম বলেন, উন্নতির সম্ভাবনাময় ভূরুঙ্গামারী উপজেলার উন্নয়নের জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে সুচিন্তিত মতামত প্রত্যাশা করি। এখানে যেমন সোনাহাট স্থলবন্দর চালু রয়েছে ; তেমনি গড়ে উঠতে পারে একটি শক্তিশালী নৌ-বন্দর। যার মাধ্যমে দেশের অভ্যন্তরীন ব্যবসা-বাণিজ্যে প্রসারের সাথে সাথে‘‘সেভেন সিস্টার্স ”এর সাথেও কম খরচে বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে। যেখানে অনেক লোকের কর্মসংস্থানের পাশাপাশি গড়ে উঠতে পারে একটি পর্যটন কেন্দ্র। তিনি আরও বলেন, এখানকার চরাঞ্চল ভুট্রা চাষের খুবই উপযোগি। সাংবাদিকরা এখানকার উন্নতির জন্য তাদের লেখনিতে এসব ইতিবাচক খবর তুলে ধরলে উপজেলার উন্নতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *