ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাটে এক ভূয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, উপজেলার সোনাহাট বাজারে উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর পুত্র আসাদুজ্জামান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণকে প্রতারণা করে আসছিলো। শুধু তাইনয়, তার ঔ চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দঁাতের অপারেশন করে আসছিলো। মঙ্গলবার দুপুরে স্থানীয় থানা পুলিশ রোগি সেজে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নিম্নমানের ঔষধসহ তাকে চেম্বারে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমান হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত ভূয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারা দন্ড প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন