ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ভূরুঙ্গামারী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচির শুরু হয়। ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে সেখানে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস, গার্লস গাইড, কাবদল, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। বিকালে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *