ভূরুঙ্গামারী,(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা গুরুতর আহত হয়েছে। ৯জানুয়ারী (শনিবার) বিকেলে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ওয়াবদার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসি সূত্রে জানা গেছে, পাইকের ছড়া ইউনিয়নের ওয়াবদার পাড় এলাকার মৃত ছমির সরকারের ছেলে হুমায়ূন (২৭) দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। নেশার টাকার জন্য নিয়মিত তার মায়ের সাথে খারাপ আচরণ করতো। শনিবার বিকেল সে মায়ের কাছে টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমায়ুন তখন জমি বিক্রি করতে চায়।
হুমায়ূনের ছোট ভাই আরাফাত তাকে জমি বিক্রি করতে নিষেধ করলে, তার উপর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি নিয়ে আরাফাতকে ধাওয়া করে। আরাফাত দৌড়ে পালালে সামনে থাকা তার মাকেই ছুরি মেরে দেয় হুমায়ুন। এ ঘটনায় তার মা রাশেদা বেগম (৫৫) গুরুত্বর যখম হয়। পরে স্থানীয়রা রাশেদা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।