ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা ও প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আপেল মাহমুদ ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক। শহিদ বুদ্ধিজীবী দিবসের উপর
মূল প্রবন্ধ পাঠ করেন প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।