ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণ সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলার পাথরডুবী ইউনিয়নে বাঁশজানী উন্নয়ন কমিটি (বাউক) এর উদ্যোগে বাঁশজানী উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান ও উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব তৈয়ব আলী সরকার। প্রধান অতিথি ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মেফতাউল ইসলাম মিলন। এ সময় পাথরডুবী ইউনিয়নের নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে সীমান্তবর্তী পাথরডুবী ইউনিয়নের যে সমস্ত শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করে তারা ক্ষুদে শিক্ষার্থীদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে প্রাথমিক পর্যায়ে ভাল ফলাফল করা শিক্ষার্থীদের বই উপহার দেয়া হয়। এছাড়া বঙ্গমাত ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জনকারী বাশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের প্রত্যেক খেলোয়ারকে কুড়িগ্রাম সমিতি ঢাকার পক্ষ থেকে একটি করে ছাগল ও গাছের চারা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন