ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
ভুরুঙ্গামারীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রাথমিক বিদ্যালয় গুলোতেই বিস্কুট বিতরন করায় শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস ছড়ানোর আশংকা করছেন এলাকাবাসী।
জানাগেছে শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুট বিতরণে প্রতিটি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরন করতে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব চিঠি দেয়া হয়েছে।কিন্তু শিক্ষকরা আইনকে তোয়াক্কা না করেই বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জমায়েত করে বিস্কুট বিতরণ করে আসায় করোনা ভাইরাসের সংক্রমন শিশুদের মাঝে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
এভাবে বিস্কুট বিতরণ করায় সচেতন অভিভাবকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। অনেকে ভুরুঙ্গামারী শিক্ষা অফিসে মুঠোফোনে যোগাযোগ করলেও পাচ্ছে না কোন প্রতিকার।
উল্লেখ্য বিদ্যালয় থেকে বিস্কুট বিতরণ করার সময় গত রবিবার উপজেলার দক্ষিণ ভরতের ছড়া (পান্তা বাজার) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান আলীর মারপীটে কহিনুর নামে এক অভিভাবক আহত হন।
এলাকায় এর কোন প্রতিকার না পেয়ে পরে আহত কহিনুর বেগম উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এমন ঘটনায় শিক্ষা অফিস সরকারী আইন অমান্য করে বিস্কুট বিতরণ ও মারপীটের ঘটনায় কারন দর্শানোর পরে সোমবার সড়কপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রফিক সরকার প্রায় ২ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে বিদ্যালয় মাঠে একত্রিত করে বিস্কুট বিতরন করেছে। প্রধান শিক্ষক রফিক সরকারকে বিদ্যালয় থেকে বিস্কুট বিতরনের কারন জানতে চাইলে বিতরণের কথা নিশ্চিত করে বলেন প্রায় বিদ্যালয়ে এভাবেই বিতরন করলে আমাদের দোষ কোথায়?
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান ইতিমধ্যে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের বাড়ী বাড়ী গিয়ে বিস্কুট পৌছে দেয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছে।। বিষয়টি খোঁজ নিয়েছি। মঙ্গলবার ঐ শিক্ষকের বিরুদ্ধে কেন বিদ্যালয় মাঠে বিস্কুট বিতরণ করা হয়েছে তার কারন দর্শানোর নোটিশ জারি করা হবে।