স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীতে সরকারী রাস্তা বন্ধ করে বহুতল বিশিষ্ট ইমারত নির্মানের কাজ করায় প্রায় শতাধিক পরিবারের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেও সুফল পাচ্ছেনা ভুক্তভোগীরা পরিবার গুলো। জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের জামে মসজিদের পার্শ্বের রাস্তা দিয়ে প্রায় দুশতাধিক পরিবার দীর্ঘদিন থেকে যাতায়াত করে আসছে। এদিকে গত ২ ফেব্রুয়ারী ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক আনিছুর রহমান প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে । যাতায়াতকারী পরিবারগুলো রাস্তাটি বন্ধ না করার জন্য দাবী করলে তাদের ভয়ভীতি দেখিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। এরই ধারাবাহিকতায় একই গ্রামের মৃত জালাল সরকারের পুত্র সরকারী রেকর্ডভুক্ত উত্তর দক্ষিণ দিকের রাস্তাটি গত ৪ এপ্রিল বন্ধ করে দিয়ে ২শতাধিক পরিবারের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বহুতল বিশিষ্ট ইমারত তৈরি করছে বলে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে আশরাফ আলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করে। উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিলে তিনি এস আই শ্রী বনমালী রায়কে তদন্ত করার নির্দেশ দেয়। এ বিষয়ে বনমালী রায়ের নিকট জানতে চাইলে তিনি জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তারা বিষয়টি নিস্পত্তি করে নিয়েছে বলে জানান। মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা ও শিক্ষক আনিছুর রহমানকে রাস্তা বন্ধ করার বিষয়ে জানেত চাইলে তিনি জানান,আমরা জমি কিনেছি রাস্তা কিনি নাই,আমাদের জমিতে রাস্তা ছিল কিন্তু তা রেকর্ডভুক্ত নয় বলে বন্ধ করে দিয়েছি। তবে সরেজমিনে দেখা গেছে সরকারী রেকর্ডভুক্ত জমিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোজাম সরকার কর্তৃক বহুতল বিশিষ্ট ভবন নির্মান বন্ধ করে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তার জমি উদ্ধার করা হয় নাই। অনতি বিলম্বে সরকারী রাস্তার জমি উদ্ধার করে যাতায়াতের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন