ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীর প্রাণহানি হয়েছে। এতে আরও দুইজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীর হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান দিপু কুড়িগ্রাম সদরের বাসিন্দা। আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, রবিবার বিকাল ৪টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীর হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানায় কর্মরত এএসআই মিনহাজ্জ ও কনেস্টেবল আজগর কুড়িগ্রাম থেকে কাজ শেষে মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী আসার পথে আতিকুর রহমান দিপু নামক এক ব্যক্তি বিপরীত দিক থেকে আসার সময় ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ ঘটে ফলে ঘটনা স্থলেই আতিকুর রহমান দিপু মারা যান।
মারাত্মক আহত অবস্থায় দুইজন পুলিশ সদস্যকে রংপুরে পাঠানো হয়েছে। ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।