ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিরোইন সেবনের সময় থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টার সময় সদর ইউনিয়নের সাদ্দাম মোড়ে রংপুর ধাপ এলাকার মৃত গোলাম নবীর পুত্র লুৎফর রহমান হীরার ভাড়া নেয়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইন সেবনের সময় ৪ জন মাদকসেবিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে তিলাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জাহিদীর পুত্র ইকবাল জাহিদী মিজু(৩৫),সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহীদুল আলমের পুত্র মোঃ শাকিরুল আলম সুজন মহুরী(৪০),ছিট পাইকেরচড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের পুত্র আবু সাঈদ রাসেল ওরফে অপু(৪৬) ও লুৎফর রহমান হীরা(৪০)। এ সময় তাদের নিকট তল্লাসী করে ৪ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক দোষ স্বীকার করায় প্রত্যেককে ৬ মাসের জেল প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান,গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।