কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরহুম আবুল হাসান (সোনা ব্যাপারী) আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ৫ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের মধ্যকার খেলায় ১-০ গোলে ৫ নং ওর্য়াড বিজয় লাভ করেন। খেলা শেষে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়।

পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এবং ওই বিদ্যালয়ের সভাপতি শামীম হাসানের পৃষ্টপোষকতায় গত ২ অক্টোবর এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে ৯ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। টুর্নামেন্টে পাইকেরছড়া ইউনিয়নের ৮টি ওয়ার্ডের ৮টি দল অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন