ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান মন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন,ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। শুভেচছা বক্তব্য রাখেন পরিসংখ্যান অফিসার মোস্তাফিজুর রহমান। পরে উপজেলার ১৬ টি মাদরাসা এবং ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে( ট্যাবলেট) ট্যাব বিতরণ করা হয়। ট্যাব পেয়ে খুশি হাসিনা বেগম প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানান। তিনি ট্যাবটি লেখাপড়া ও জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করবেন বলে জানিয়েছে।