ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ভূরুঙ্গামারীতে ২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির (৩য় পর্যায়) দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিার ভার্চুয়ালী উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা উপজেলার ২৯টি পরিবারের মধ্যে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন। এসময়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ, ওসি (তদন্ত) আজাহার আলী, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্য, রাজনৈতিক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দলিল ও চাবি হস্তান্তর করা হয়।