স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্তের নাওজোল নদী থেকে বাংলাদেশী এক ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ। ময়না তদন্ত শেষে মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিএস এফ কর্তৃপক্ষ।
কেদার বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন জানান, আজ (শনিবার) ১২টার দিকে পূর্বকেদার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শামিম মিয়া (৬) সীমান্তের ওই নদীতে গোসল করতে নামলে স্্েরাতের টানে ডুবে যায়। পরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার ভাটিতে আন্তর্জাতিক সীমানা পিলারের ১০১৫ এর সাব পিলার ১২ এর নিকটে ভারতের ২শ গজ অভ্যন্তরে রোস্তম পোষ্টের বিএসএফ সদস্যরা রোস্তম ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পরে কেদার কম্পানির বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক হলে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানায় আসাম রাজ্যের ধুবরী জেলার গোলক গঞ্জ বিএসএফ’র ইন্সপেক্টর রাজকুমার মিনা বর্মণ।