ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার জয়মনিরহাট মহি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, ওসি তাপস চন্দ্র পন্ডিত, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, আওয়ামী লীগ নেতা চাষী আব্দুল করিম ও জেলা পরিষদ সদস্য আব্দুল ওয়াদুদ,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ।