ষ্টাফ রিপোর্টার-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ২য় দফায় ৭ ইউ’পি নির্বাচনে সবচেয়ে বেশী ভোট ব্যবধানে পুনরায় নির্বাচিত হলেন বিএনপির মনোনীত চেয়ারম্যান মোখলেছুর রহমান।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ২য় দফা ইউ’পি নির্বাচেেন উপজেলার একমাত্র বলদিয়ায় একটানা ২ বার বিজয়ী হলেন বিএনপির মনোনীত চেয়ারম্যান মোখলেছুর রহমান। উক্ত নির্বাচনী প্রচারণা প্রাক্কালে রাস্তার ধারে ঝুলন্ত নৌকার তোরন প্রতীক অজ্ঞাত পড়ে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কর্তৃক আদালতে বিএনপির মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান সহ ২৭ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা ও দফায় দফায় হামলার শিকারের পরেও কোন অশুভ শক্তি দাবীয়ে রাখতে পারেনি নির্ভীক বলিষ্ঠ বিএনপির নেতা চেয়ারম্যান মোখলেছুর রহমানকে। একজন জন দরদী সৎ ,যোগ্য ও সাহসী নেতাকে পুণঃ নির্বাচিত করতে ভূল করলেন না বলদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগন। চেয়ারম্যান মোখলেছুর রহমানের কাছে তার ফের বিজয় অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,আমি যদিও বিএনপি সমর্থিত ও ভোটে নির্বাচিত হয়েছি,তবে সর্বদলীয় মানুষের সেবা করবো ইনশাল্লাহ।